এক যুগ পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামরুল ইসলাম র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের অভিযানে গ্রেপ্তার হয়েছে। সে যশোর জেলার বেনাপোল থানা এলাকার কুদ্দুস আলী বিশ্বাসের ছেলে। গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক মামলায় তার যাবজ্জীবন কারাদন্ড হয়।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিে ত জানান, গত ১২ মার্চ দুপুর ৩ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন পরানপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার মামলা নং ০৯ তারিখ-১৫/১০/২০০৯ইং, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ); মাদক মামলায় যাবজ্জীবন কারাদ-ে দ-িত দীর্ঘ একযুগ ধরে পলাতক আসামী মো. কামরুল ইসলাম (৩৯)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী একজন আন্ত:জেলা মাদক কারবারি। সে দেশের সীমান্তবর্তী জেলা যশোর এর বিভিন্ন বর্ডার এলাকা থেকে চোরাই পথে মাদকদ্রব্য এনে যশোর, ফরিদপুর, রাজবাড়ী সহ আশপাশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করতো। সে বিভিন্ন সময় ছদ্মনাম ব্যবহার করলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদকদ্রব্য সহ হাতেনাতে ধরা পড়ে। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari