রাজবাড়ীতে সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে নাজমুল হাসান মিন্টু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান। গ্রেফতার নাজমুল হাসান বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোহাম্মদ আলী ভূঁইয়ার ছেলে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, একটি টিভি চ্যানেলের জেলা প্রতিনিধির নাম পরিচয় ব্যবহার করে নাজমুল বিভিন্ন সময়ে অবৈধভাবে চাঁদাবাজি ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করে আসছিলেন। এছাড়া বিভিন্ন শালিস-বিচারে এ পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিও করছিলেন।
এমন অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার আসল নাম নাজমুল হাসান মিন্টু এবং সে ৫ম শ্রেণিও পাস করতে পারেনি। তারপরও সে সময় টিভির পরিচয়পত্র বানিয়ে বিভিন্নভাবে প্রতারণা করেন। বিভিন্ন ক্লিনিকে তিনি ব্লাড টেস্টসহ অন্য স্থানে ছদ্মনাম ব্যবহার করেছেন।
এছাড়া তিনি একটি জাতীয় পত্রিকার প্রতিনিধি ও রাজবাড়ী প্রেস ক্লাবের সদস্য হিসেবেও পরিচয় দিতেন। তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ভিজিটিং কার্ড, বেশ কয়েকজনের এনআইডি কার্ড জব্দ করা হয়েছে।এ বিষয়ে রাজবাড়ী শহরের হোটেল সমবায় আবাসিকের ম্যানেজার জগদীশ চন্দ্র দাস বাদী হয়ে বুধবার রাজবাড়ী সদর থানায় সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন ও হোটেল একাধারে দীর্ঘদিন থাকার পরও টাকা না দেওয়ার অভিযোগ এনে মামলা করেছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari