ছিন্ন মূলের অসহায় শিশুদের সম্মানে ব্যতিক্রমধর্মী ইফতার ও ঈদের উপহার প্রদান করা হয়েছে রাজবাড়ীর কালুখালী উপজেলার সূর্যদিয়া জামে মসজিদে। বৃহস্পতিবার সূর্যদিয়া জামে মসজিদ আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান পরিচালনার সার্বিক সহযোগিতা করেন সমাজ সেবক তাজুল ইসলাম ও কুয়েতি দাতা সংস্থার প্রতিনিধি রফিকুল ইসলাম।
অসহায় শিশুদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুয়েতি দাতা সংস্থার প্রতিনিধি রফিকুল ইসলাম, ইউসুফ মোল্যা,রতনদিয়া বাজার বনিক সমিতির সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন,শিক্ষক জাহানগীর আলম মধু, বাহারুল আলম, মাওলানা সাদেকুর রহমান প্রমুখ ।
আলোচনা সভার পর কুয়েতি দাতা সংস্থার প্রতিনিধি রফিকুল ইসলাম অসহায় ৮২ জন শিশু কিশোরের ৫শ টাকা করে ঈদ উপহার প্রদান করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari