পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার ৬৭টি হতদরিদ্র পরিবার উপহার হিসেবে পেয়েছে এক মাসের খাদ্য সামগ্রী। টিম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ চত্ত্বর থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি খেজুর, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ ও ১ কেজি মুড়ি।
টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাস ও সাধারণ সম্পাদক আহসান হাবীব জানান, তাদের সংগঠন মানুষ ও মানবতার জন্য কাজ করছে। গত রমজানেও তারা এমনভাবে মানুষকে সহযোগিতা করেছিলেন। এবারও করলেন। সহযোগিতার পর মানুষের মুখে যে হাসি তারা দেখতে পান এটাই তাদের পরম পাওয়া।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ইকরামুল হক, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির, সংগঠনের সহ সভাপতি কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ ইউনুস মুন্সী প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari