রাজবাড়ী থানা পুলিশ চোরাই স্বর্ণ বিক্রির নগদ এক লাখ টাকা ও চোরাই ১ ভরি ১৪ আনা ৩ রতি ওজনের একটি স্বর্নের চেইন উদ্ধার করেছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ ইফতে খারুল আলম প্রধান জানান, রাজবাড়ী শহরের প্রধান সড়ক থেকে নগদ এক লাখ টাকা এবং রাজবাড়ী বড় বাজার ঘোষপট্টি সমবায় মার্কেটের ৯নং দোকান নিউ ভেনাস জুয়েলার্স নামক দোকান থেকে ১ ভরি ১৪ আনা ৩ রতি ওজনের একটি স্বর্নের চেইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলো শিমুল পিতা মৃত আইনুদ্দিন সাং-বেতবাড়িয়া থানাকালুখালী, আশরাফুল মন্ডল(২৫) পিতা মৃত ইসলাম মন্ডল সাং বড় হিজলী থানা বালিয়াকান্দি, শেখ রায়হান(২২) পিতা শেখ মোশারফ হোসেন সাং বড় হিজলী থানা বালিয়াকান্দি এবং সুজন বিশ্বাস (৩০) পিতা সহাদেব বিশ্বাস সাং বন্যাতৈল থানাবালিয়াকান্দি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari