১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহিদ সোহরাওয়ার্দী উদ্যানে রেসকোর্স ময়দান সমাবেশ করে বাঙ্গালিদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে যে ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। সেই ভাষণে বাঙ্গালি স্বাধীনতা যুদ্ধ ঝাপিয়ে পড়ে। ৯ মাসের ব্যবধানে পৃথিবীতে নতুন একটি স্বাধীন দেশের জন্ম দেয়। সেই স্বাধীনতা যুদ্ধের যিনি রূপদান করেছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলেল বিনম্র শ্রদ্ধা জানানো হয়। বিকাল ৩টায় জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাজবাড়ী জেলা আওয়ামী সিনিয়র সহ-সভাপতি ও রাজবাড়ী -১ আসনের জতীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, জেলা যুবমহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari