সাম্প্রতিক সময়ে রাজবাড়ীতে ক্লিনিকে সিজার পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বিষয়ে রাজবাড়ী সদর থানা গ্রাউন্ডে জেলা পুলিশের পক্ষ থেকে সদর উপজেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, বলেন স্বাস্থ্য সেবার সাথে আইন-শৃঙ্খলার বিষয়টি জড়িত। সার্জন না হয়ে কোন অপারেশন, অভিজ্ঞ না হয়ে অপারেশন পূর্ববর্তী এনেশথেশিয়া প্রদান বা ভুল কোন চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের আরো বলেন লাইসেন্স ছাড়া অবৈধভাবে রাজবাড়ীতে কোন ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক ব্যবসা করতে পারবেন না। বৈধ কাগজ পত্র ও লাইসেন্স না থাকলে জেলা পুলিশের পক্ষ থেকে এসব ক্লিনিক বন্ধ করার নির্দেশ দেয়া হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো. ইফতেখারুজ্জামান, অফিসার ইনচার্জ, রাজবাড়ী থানা জনাব মো. ইফতেখার আলম প্রধান উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari