রাজবাড়ী শহরের হোটেল মিড টাউনে সোমবার রাত ৯টার সময় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার গনেশপুর গ্রামের আজিমউদ্দিন এর ছেলে।
জানা গেছেম হোটেলটির একটি কক্ষ ভাড়া নিয়ে ছিল। পেট ব্যাথা অনুভব করলে ভোর ৪টার দিকে হোটেল ম্যানেজারকে ফোন করলে হোটেল মালিক খন্দকার মনিরুজ্জামান ও চা দোকানদার সোহাগ ভাড়াটিয়াকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। আধা ঘন্টা চিকিৎসা সেবায় থাকা অবস্থায় মঙ্গলবার সকাল নয়টায় আনোয়ার মৃত্যুবরণ করেন।
পাশের ভাড়াটিয়া নগরকান্দা, ফরিদপুরের সুমির কুমার দাস জানায়, ভোর ৪টার দিকে হঠাৎ কান্নার শব্দ শুনতে পাই দরজা খুলে দেখি একজন পেট ধরে কান্না করছে। আমি তাকে কি হয়েছে ভাই জিজ্ঞেস করলে তিনি বলেন রাতে আমি বিরিয়ানি খাওয়ার পর থেকে কয়েকবার বোমি হয়েছে, এখন খুব পেট ব্যাথা করছে।আমি তখন হোটেল মালিককে ফোন দিলে কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে যায়।
হোটেল মালিক খন্দকার নুরুজ্জামান জানান, ভোরে এক ভাড়াটিয়ার ফোন পেয়ে ১০৭ নম্বর রুমে যাই। দেখলাম ভাড়াটিয়া আনোয়ার পেট ব্যাথায় কাতরাচ্ছে। তখনই সোহাগকে সঙ্গে নিয়ে অটোরিকশা যোগে হাসপাতালে নিয়ে ভর্তি করাই। হাসপাতালে ভর্তির আধা ঘণ্টা পরেই তার মৃত্যু হয়।
এবিষয়ে রাজবাড়ী সদর থানার এস আই মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা খবর পেয়ে রাজবাড়ী সদর হাসপাতালে যাই। লাশটির বিষয় খোঁজ পেয়েছি। তদন্ত সাপেক্ষ বলা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari