সোমবার রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাছিরাবাদ এলাকা থেকে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় রেজাউল মাতব্বর নামে একজনকে আটক করা হয়। সে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গজারিয়া গ্রামের তোতা মাতব্বরের ছেলে।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়কলেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, সোমবার আনুমানিক রাত ৯টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাছিরাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কায়দায় জমির মধ্যে লুকায়িত অবস্থায় রক্ষিত খাকি বর্ণের টেপ দ্বারা মোড়ানো ৩৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার নাম মোঃ রেজাউল মাতব্বর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে ধোকা দিতে উক্ত আসামী মাটিতে মাদক পুতে রাখা সহ নিত্যনতুন কৌশল অবলম্বন করতো। তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari