রাজবাড়ীর কালুখালীতে ঘর থেকে ডেকে নিয়ে হাতুড়িপেটা করার দুই সপ্তাহ পর আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে আটটার মঙ্গল চন্দ্র বিশ্বাস নামে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
মঙ্গল চন্দ্র বিশ্বাস উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ী গ্রামের বাসিন্দা। গত ১৮ ফেব্রুয়ারি রাতে তাঁর ওপর হামলার হামলার ঘটনায় ছেলে কুমারেশ বিশ্বাস কালুখালী থানায় মামলা করেছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ১৮ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো রাতের খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। রাত একটা থেকে সোয়া একটার দিকে মঙ্গল চন্দ্রের ঘরের দরজায় টোকা দেওয়া হয়। বাইরে থেকে বলা হয়, ‘কাকু উঠেন। আপনার সঙ্গে কথা আছে। আমরা রাজবাড়ী থেকে ডিবির লোক এসেছি। একটু কথা বলেই চলে যাব।’ দরজা খোলার সঙ্গে সঙ্গে মঙ্গল চন্দ্রের জামার কলার ধরে উঠানে নিয়ে আসে হামলাকারীরা। এরপর মাটিতে ফেলে পায়ের ওপর হাতুড়ি দিয়ে পেটানো হয় ও রাইফেলের বাট দিয়ে আঘাত করা হয়। হামলাকারীরা চার-পাঁচটি ফায়ার করে। পরে তাঁরা গিয়ে চিৎকার করলে আশপাশের সবাই এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা ১০ থেকে ১২ জন ছিল। তাদের সবার কাছে অস্ত্র ছিল ও মুখোশ পরেছিল। তবে মারধর করার এক পর্যায়ে তিনজনের মুখোশ খুলে যায়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন বলেন, রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যক্তি মারা গেছেন। মামলায় ছয়জন এজাহারভুক্ত আসামি ছিল। তাঁদের মধ্যে চারজন জেলহাজতে ও একজন জামিনে আছেন। এজাহারভুক্ত এক আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari