রাজবাড়ী জেলা ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার হয়েছে।
রাজবাড়ী ডিবি ওসি মো. মনিরুজ্জামান খান জানান, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে ১০০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলো উপজেলার বিষ্ণুপুর গ্রামর ওয়াদুদ মোল্লার ছেলে রাসেল মোল্লা ওরফে ছোট রাসেল, চর আন্দারমানিক গ্রামের আরসাদ মোল্লার ছেলে শহিদ মোল্লা ও উত্তর উজান চর গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে মনোয়ার শেখ ওরফে মনা। এদের মধ্যে রাসেলের বিরুদ্ধে ২টি এবং মনোয়ারের বিরুদ্ধে চারটি মামলা বিচারাধীন।
অপরদিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার উজানচর নতুন পাড়া থেকে এক কেজি গাঁজাসহ সাদ্দাম ফকির (৩২)কে গ্রেফতার করা হয়। তার পিতার নাম আয়নাল ফকির, সাং সাকের ফকিরপাড়া ওয়ার্ড নং ০৯ গোয়ালন্দ পৌরসভা থানা গোয়ালন্দঘাট জেলা-রাজবাড়ী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari