চট্টগ্রাম সুপার মাস্টার ক্লাব ও বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতি'র পক্ষ হতে রাজবাড়ীর গোয়ালন্দে নবগঠিত গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার গোয়ালন্দ ফিটনেস জিমে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব গঠন হওয়ার পরেই রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় বড় ধরণের দুটি টুর্নামেন্টে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করে।
রাজবাড়ীর সদরের গোয়ালন্দ মোড় ফুটবল একাডেমী আয়োজিত ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ১৬ দলের মধ্যে শ্রেষ্ঠ দল হিসাবে ফেয়ার প্লে ট্রফি এবং সম্প্রতি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার নালী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত কাদের স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম সুপার মাস্টার ক্লাব ও বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতি'র প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দিন জুয়েল ও প্রতিষ্ঠাতা সদস্য মো. ফরহাদ হোসেন উপস্থিত থেকে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, সভাপতি সিরাজুল ইসলাম চানমিয়া, সাধারণ সম্পাদক মো. ফারুক মোল্লা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ ও ক্রীড়া সম্পাদক রেজাউল মুন্সী'র হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
চট্টগ্রাম সুপার মাস্টার ক্লাব ও বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতি'র প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দিন জুয়েল বলেন, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব একটি চমকপ্রদ সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার কিছু দিনের মধ্যেই এরকম দুটি বড় টুর্নামেন্টে অংশ নিয়ে সফলতা অর্জন করায় এ সম্মাননা স্মারক প্রদান। সংগঠনটির উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করছি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari