রাজবাড়ীর গোয়ালন্দে "গোয়ালন্দ ফুটবল একাডেমী’র প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাব ও বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতি' প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দিন জুয়েল। বৃহস্পতিবার বিকেল ৫ টায় ক্ষুদে ফুটবলারদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক কথা বলেন। এসময় পরিদর্শন কার্যক্রমে তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সুপার মাস্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. ফরহাদ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার সাবেক ফুটবলার মো. শরিফ, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, সহকারি কোচ মো. আরিফ হোসেন নারু, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম চানমিয়া, সাধারণ সম্পাদক মো. ফারুক মোল্লা, গোয়ালন্দ সু-প্রভাত ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রেজাউল মুন্সী, একাডেমীর সদস্য মো. এরশাদ মন্ডল প্রমুখ।
চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন জুয়েল বলেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর এমন মহৎ উদ্যোগে আমি একাডেমীর সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তৃণমূল পর্যায়ে প্রত্যেকের উচিৎ নিয়মিত ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করা। আমি গোয়ালন্দ ফুটবল একাডেমীর উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করছি। তিনি আরও বলেন, আমি আশাবাদী এই একাডেমীর ফুটবলাররা একদিন বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে খেলবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari