মানুষের সেবায় নিবেদিত প্রাণ চিকিৎসক দম্পতি ডা. জে.সি সাহা ও ডা. দিপ্তী রানী সাহা। তাদের চিকিৎসাসেবায় অনেকেই উপকৃত হচ্ছেন। সপ্তাহের প্রতি শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুরে রাধাগোবিন্দ বিগ্রহ মন্দির সংলগ্ন দেবব্রত সেবাশ্রমে রোগী দেখের তারা।
অধ্যাপক ডা জে.সি সাহা সার্জারী বিশেষজ্ঞ এবং অধ্যাপক ডা. দিপ্তী রানী সাহা গাইনী ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ। দুজনেই ফরিদপুর ডায়েবিক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। ডা. দিপ্তী রানী সাহা হরিহরপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত প্রায় ১০ বছর যাবৎ তারা খানগঞ্জ ইউনিয়ন এলাকায় মানুষকে চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা বিনয় কুমার বিশ^াস জানান, ডাক্তার দম্পতি ৯ বছর ধরে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছেন বেলগাছি পুরান বাজার সংলগ্ন গৌরাঙ্গ মহাপ্রভুর আঙিনা প্রাঙ্গনে। এক বছর ধরে হরিহরপুর রাধাগোবিন্দ বিগ্রহ মন্দির সংলগ্ন দেববত সেব্রাশ্রমে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। রোগীদের কাছ থেকে ফি নেওয়া হয় মাত্র একশ টাকা। তবে, এই টাকা তারা মহৎ কাজে দান করেন। কোনো রোগীর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হলে তাকেও সহযোগিতা করেন তারা। তাদের দ্বারা এলাকার অসহায় গরীব রোগীরা খুবই উপকৃত হচ্ছে। তিনি আরও জানান, চিকিৎসক দম্পতির নিজস্ব জমিতে একটি সেবাশ্রম করেছেন। যেটি অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য। খুব শীগগীরই এটি চালু হবে।
এ বিষয়ে ডা. জে সি সাহা বলেন, মানুষকে সেবা করার মধ্যে এক ধরনের সুখ আছে। আনন্দ আছে। তাদের মাধ্যমে যদি কারো উপকার হয়- সেটাই সবচেয়ে বড় পাওয়া। তাদের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari