রাজবাড়ী -১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেছেন, বিএনপি নির্বাচনে এলে গণতন্ত্র শক্তিশালী হতো। দেশের কল্যাণ হতো। তিনি গত বুধবার রাত ১০ টায় রাজবাড়ী জেলা সদরের আলাদীপুর জামাই পাগলের মাজারের ১২৪ তম বাৎসরিক ওরশ মোবারক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, কারো বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র করে লাভ হয় না। আল্লার ইচ্ছা থাকলে সকল প্রকার ষড়যন্ত্র নিমিশে ধুলিস্যাৎ হতে পারে।
ওরশ মোবারক উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শওকত হাসান। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক, আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari