রাজবাড়ীর গোয়ালন্দে নবগঠিত সংগঠন আদদ্বীন আয়ান স্পোর্টি ক্লাব আয়োজিত টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গোয়ালন্দের দৌলতদিয়া তোরাপ শেখের পাড়া কৃষক পরিবারের সন্তানদের অংশগ্রহণে ৫ দলের মধ্যে লীগ ভিত্তিতে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আদদ্বীন আয়ান স্পোর্টি ক্লাবের প্রতিষ্ঠাতা হুমায়ুন আহমেদ'র সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগ ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, দৌলতদিয়া ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুহুল আমীন লালমিয়া, সাংবাদিক শফিকুল ইসলাম শামীম, জহুরুল ইসলাম হালিম, সিরাজুল ইসলাম, শহীদুল ইসলাম, মইনুল হক মৃধা, শেখ মমিন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম চানমিয়া, সাধারণ সম্পাদক মো. ফারুক মোল্লা প্রমুখ।
উদ্বোধনী খেলার ধারাবিবরণী ও অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গোয়ালন্দ সু-প্রভাত একাডেমীর প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল মুন্সী।
উদ্বোধনী খেলায় রজব ক্রিকেট একাদশ টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করে সবকয়টি উইকেট হারিয়ে ৬৭ রান করতে সক্ষম হয়। ৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিএটি ক্রিকেট একাদশ ৯ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে ব্যক্তিগত ৩২ রান করে বিজয়ী দলের ওমর ফারুক বিপ্লব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার হিসাবে ফলজ বৃক্ষ পুরস্কার দেয়া হয়।
টুর্নামেন্টের অংশগ্রহণকৃত ৫ দলের জার্সি স্পনসরে রয়েছে- মীমপেক্স এগ্রোকেমিক্যালস্ লিমিটেড, লাল তীর সীড লিমিটেড, ইস্পাহানি এগ্রো লিমিটেড, ইউনাইটেড সীড, বন্ধন সীড।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari