রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন হতদরিদ্র শিক্ষার্থীকে স্কুল ইউনিফর্ম উপহার দেওয়া হয়েছে। রোটারি ক্লাব অফ চন্দনার অর্থায়নে এবং টীম রাজবাড়ী ফাউন্ডেশনের আয়োজনে রোববার বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিক্ষার্থীদের হাতে ইউনিফর্ম তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ চন্দনার সভাপতি নাসিম শফি, সাবেক সভাপতি গণেশ মিত্র, অ্যড. মোস্তফা কবীর, টীম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক আহসান হাবীব, সহ সভাপতি কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৌমিত্র শীল চন্দন, সাংগঠনিক সম্পাদক মোকলেচুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক রবিউল আওয়াল, দপ্তর সম্পাদক আজাদ বিপ্লব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মওলা, স্থানীয় বাসিন্দা আব্দুল হক প্রমুখ।
এসময় বিদ্যালয়ের পানির সমস্যা সমাধানে একটি টিউবয়েল স্থাপনের প্রতিশ্রুতি দেন তারা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari