রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস ও ইজিবাইকের সংঘর্ষে কালুখালীর ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। শনিবার দুপুরে সড়কের বাগমারা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানার এসআই উৎপল কুমার দাস জানান, দুপুরে ঢাকা থেকে কুমারখালীগামী রাবেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস আসার সময় বাগমারা এলাকায় বাসটি রাজবাড়ীগামী একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকযাত্রী খালেদা খাতুন(৩৫) ও হাসপাতালে জবেদ আলীর ৯৮৫) মৃত্যু হয়। নিহত খালেদা কালুখালীর রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আব্দুল মান্নান এর মেয়ে। জবেদ আলী একই ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বাসিন্দা। এছাড়া আহতরা হলেন একই এলাকার সাজাহান ও লালমিয়া ।
রতনদিয়া ইউনিয়নের ৯ নং ওয়াডের সদস্য আনিসুর রহমান জানান, সকালে খালেদা তার বৃদ্ধ শ^শুর জবেদা আলীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে খালেদা ও হাসপাতালে জবেদ আলী মারা গেছে। দূর্ঘটনার পরই ঘাতক বাস পালিয়ে যায়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari