রাজবাড়ীর কালুখালীতে মুদি ও বিকাশ ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কালুখালী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা। গ্রেপ্তার তরিকুল ইসলাম (২০) উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে। নিহত ওই ব্যবসায়ী শরিফ খান (৪২) ধানবাড়ীয়া গ্রামের মৃত হাকিম খাঁনের ছেলে।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার রূপসা স্লুইচ গেইট বাজারের আবু বক্কর সিদ্দিক ওরফে জাদুর সেলুনের দোকানের সামনে থেকে বাজারের বিকাশ এজেন্ট ও মুদি দোকানদার শরিফ খাঁনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহত শরিফ খাঁনের স্ত্রী আছমা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে গ্রেপ্তারকৃত তরিকুল একই বাজারের ব্যবসায়ী। সে অনলাইন জুয়া খেলায় আসক্ত ছিল। অনলাইনে জুয়া খেলে বহু টাকা হেরে যায়। টাকা যোগার করার জন্য ব্যবসায়ী শরিফ খাঁনকে হত্যা করে। ঘটনার রাতে নিহত শরিফ খাঁন তার ছেলে আরাফাত খানকে নিয়ে রূপসা গায়েবী মসজিদ মাঠে ওয়াজ মাহফিলে ছিল। রাত এগারোটায় তরিকুল ইসলাম ফোন করে শরিফ খাঁনকে জানায় বিকাশে টাকা পাঠাবে। এইবলে বলে মাহফিল থেকে ডেকে আনে। পরে তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী রূপসা সুইচ গেইট বাজারে আবু বক্কর সিদ্দিক ওরফে জাদুর সেলুনের দোকানের সামনে ধারালো দা দিয়ে মাথায় একাধিক কোপ দিয়ে হত্যা করে। হত্যার কাজে ব্যবহৃত ধারালো দা আসামির চাচাতো ভাইয়ের ঘর হতে উদ্ধার করা হয়েছে। শুক্রবার আসামিকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে কালুখালী থানার ওসি মো. আলমগীর হোসাইনসহ অনান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari