রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা স্লুইচ গেট এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
নিহতের নাম শরীফ খান (৪০)। তিনি রতনদিয়া ইউনিয়নের পশ্চিম ধানবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাকিম খান।
জানা যায়, রূপসা স্লুুইচ গেট বাজারে দোকান ছিল শরীফের। দোকানে স্টেশনারি পাশাপাশি মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট ছির শরীফ। রাতে রূপসা স্লুইচ গেট বাজার গায়েবী মসজিদে বার্র্ষিক ওয়াজ মাহফিল ছিল। বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দুরে শরীফের বাড়ি। রাতে তিনি ওয়াজ মাহফিলে গিয়ে ছিলেন। সেখান থেকে তিনি বাড়িতে ফিরতে ছিলেন। শরীফের দোকানের একটু দুরেই অতর্কিত ভাবে তার ওপর হামলা করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় রতনদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মুক্তার হোসেন জানান, শরীফকে আমি ছোট বেলা থেকে চিনি। খুবই ভদ্র ছেলে। এলাকায় কারো সাথে কোন ঝামেলা নেই। শরীফ বিকাশ এজেন্ট ছিল। এজন্য সব সময় পকেটে টাকা থাকতো। কিন্তু ওকে খুন করার পর সেই টাকাও নেয়নি। শরীফের পকেটে ৮৩ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিল। খুনিরা এসব কিছুই রেখে গেছে। এ থেকে বোঝা যাচ্ছে শরীফকে অন্য কোন কারনে খুন করা হয়েছে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারিবারিক ভাবে তাদের সঙ্গে কারও শত্রুতা নেই। মরদেহের ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari