রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রামে একটি মেছো বিড়াল জনতার হাতে মারা গেছে। ওই গ্রামের হেলাল মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় মেছো বিড়ালের আক্রমণের শিকার হন ওই গৃহকর্তা। এদিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে মেছো বিড়াল দেখতে হেলাল মন্ডলের বাড়িতে ভিড় করেন স্থানীয়রা।
গৃহকর্তা হেলাল মন্ডল জানান, সোমবার ভোর ৪টার দিকে ছাগল রাখার ঘর থেকে হঠাৎ ছাগলের ডাকাডাকি ও অদ্ভুত এক আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যান তিনি। এ সময় মেছো বিড়ালটি তার ওপর আক্রমণ করে। নিজেকে রক্ষার্থে হাতে থাকা টেকি দিয়ে আঘাত করলে মেছো বিড়ালটি মারা যায়। মেছো বিড়ালের আঘাতে তার পায়ে ক্ষত হয়েছে। মেছো বিড়ালটি লম্বায় প্রায় আড়াই ফুট হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari