ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৪ সংক্রান্ত বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে রাজবাড়ী পুলিশ লাইন্সে আসন্ন বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা বিষয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার নিয়োগ বোর্ডেংর সভাপতি পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ।
পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। সুষ্ঠ ও সুন্দরভাবে নিয়োগ কার্যক্রম সম্পাদনের লক্ষে তিনি নিয়োগ ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন এবং সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে। বিধায় তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে, এ বিষয়ে সর্তক থাকা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধিগণ, জেলা পুলিশ রাজবাড়ীর উর্দ্ধতন কর্মকর্তাগণ'সহ আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের নিয়োজিত সকল পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari