দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজবাড়ীতে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। শনিবার দুপুরে অ্যাডভোকেট লিয়াকত আলীর নেতৃত্বে রেলগেট এলাকায় লিফলেট বিতরণ করে। পরে আজাদী ময়দানের প্রবেশমুখে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, পাংশার সাবেক ছাত্রদল নেতা আলমগীর হোসাইনসহ জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় লিয়াকত আলী বলেন, এ সরকার সব দিকে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের অসহনীয় দাম হওয়ায় জনগণ দিশেহারা হয়ে পড়েছে। এছাড়া মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মী কারাগারে। তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমরা অতীতের মতো আন্দোলন সংগ্রামে ছিলাম, আছি ও থাকবো।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari