অযত্ন আর অবহেলায় পড়ে থাকা বঙ্গবন্ধু ম্যুরাল ও মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ধুয়ে মুছে পরিস্কার করলেন গোয়ালন্দ পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা এবং ভবনটির গায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে কাগজে লেখা সতর্কমূলক কথা টাঙিয়ে দেন। শনিবার দুপুরে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল ও সাধারণ সম্পাদক আকাশ কুমার সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ এ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল বলেন, বঙ্গবন্ধু ম্যুরাল ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মিত হওয়ার পর থেকেই অযতœ আর অবহেলায় পড়ে থেকে ময়লা-আবর্জনা আর ধুলাবালিতে নর্দমার স্তুপে পরিণত হয়েছে সেখানকার পরিবেশ। এছাড়া এ ভবন উদ্বোধনের পর থেকেই ভবনটি তালাবদ্ধ হয়ে পড়ে আছে। এদিকে ভবনের সামনে প্রতি সপ্তাহে গরুর হাট বসায় এবং পৌর এলাকার প্রতিটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের ময়লা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ও আশেপাশে ফেলানোর কারণে স্থানটি হয়ে উঠেছে ময়লার ভাগাড়। এতে ভবন (মুক্তিযোদ্ধা কমপ্লেক্স) ও ম্যুরালের চারপাশে গোবরসহ বিভিন্ন ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়িয়ে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। যেহেতু সামনে জাতীয় মাতৃভাষা দিবস, তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল ও মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ধুয়ে মুছে এবং চারপাশে ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন করতে পেরে আমরা সকলেই উচ্ছ্বসিত।
গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও বঙ্গবন্ধুর ম্যুরালটির চারপাশ ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। এর সামনে অবস্থিত গরুর হাটের কারণে এমন পরিবেশ তৈরি হচ্ছে।
গোয়ালন্দ পৌর ছাত্রলীগের এমন পদক্ষেপ সত্যিই প্রসংশার দাবি রাখে। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari