গোয়ালন্দের দৌলতদিয়া খলিল গায়েন স্কুল এন্ড কলেজে শুক্রবার সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও খলিল গায়েন স্কুল এন্ড কলেজের সভাপতি আব্দুর রহমান মন্ডল। ক্রীড়া প্রতিযোগিতার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রোহান। মশাল দৌড়ে অংশ নেন ৩য় শ্রেণির শিক্ষার্থী কাজী কনা ও মো. ফিরোজ। দুদিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন খলিল গায়েন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. জুয়েল রানা।
অনুষ্ঠানে খলিল গায়েন স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মেহেদী হাসান'র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীর হোসেন মন্ডল, গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক জিয়াউর রহমান জিয়া, খলিল গায়েন স্কুল এন্ড কলেজের স্বত্বাধিকারী মো. খলিল গায়েন, প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন আল আজাদ, সহকারি পরিচালক হারুনার রশীদ, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, জাকের পার্টি ফরিদপুর সাংগঠনিবিভাগ মৎস্যজীবী ফ্রন্ট (পদ্মা বিভাগের) সভাপতি মো. সোহেল রানা প্রমুখসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ।
খলিল গায়েন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. জুয়েল রানা বলেন, দৌলতদিয়ায় স্বল্প খরচে আধুনিক, যুগপযোগী ও মানসম্মত শিক্ষা দানে প্রতিষ্ঠিত হয়েছে এ শিক্ষা প্রতিষ্ঠানটি। দৌলতদিয়ার অসহায় ও গরীব পরিবারের শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানে স্বল্প খরচে পড়ালেখার সুযোগ পাচ্ছে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা এবং ১৭ ফেব্রুয়ারি শনিবার সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari