রাজবাড়ীর কালুখালী উপজেলায় নকলমুক্ত পরিবেশে বৃহ:স্পতিবার এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উভয় পরীক্ষায় ১ হাজার ৭৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ।
কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র সচিব আইয়ুব আলী জানান, পরীক্ষায় ৮শ ৩৪ পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। কেন্দ্রটির সহকারী সচিব মো. শিহাব উদ্দিন মোল্লা জানান, শিক্ষার্থীদের মেধা ও মননের সঠিক মূল্যায়নের জন্য নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
কালুখালীর মৃগী বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রটির সচিব শাহজাহান আলী। তিনি জানান, মৃগী বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ শ ১২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত পরীক্ষা কেন্দ্র। তাই নকল করার কোন সুযোগ নেই। কেন্দ্রটির তদারকি কর্মকর্তা আ: জব্বার। তিনি সর্বক্ষন মনিটর সামনে রেখে কেন্দ্রের তদারকি করছেন।
এছাড়া কালুখালী দাখিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১ম দিন কোরআন ও তাজবীদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় ২শ ১৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। কেন্দ্র সচিব মোহাম্মদ আব্দুর রব জানায়, ধর্মীয় চেতনা বোধ থাকায় মাদরাসার ছাত্ররা সুযোগ পেলেও নকল করে না।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari