টিআইবি’র ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) এর আয়োজনে রাজবাড়ী কিন্ডার গার্টেন প্রাঙ্গনে ভূমি বিষয়ক একটি কমিউিনিটি একশন সভা বৃহস্পতিবার সকালে অনুষ্টিত হয়েছে। এসিজি সহ-সমন্বয়কারী মুনিরা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনাক সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান। সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য মো. নুরুল হক আলম। সভায় বক্তব্য রাখেন ভূমি বিষয়ক এসিজি সদস্য শাহিনা চৌধুরী। সভায় এসিজির লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম বিষয়ে আলোচনা করেন টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ। সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এসিজি পারস্পরিক সহায়তার মাধ্যমে সুশাসন বাস্তবায়নে সহায়ক হিসাবে কাজ করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে ভূমি সেবায় রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিস স্বচ্ছতার সাথে কাজ করতে আগ্রহী এবং দ্রুত সময়ে ভূমি সেবায় স্বচ্ছতা বাস্তবায়নে ইতিমধ্যে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন। সভায় বক্তারা বলেন বর্তমানে সদর উপজেলা ভূমি অফিসে সরকার নির্ধারিত ফি ছাড়া অন্য কোন টাকা কোন দালাল বা অন্য কেউ দাবী করলে তা সহকারী কমিশনার(ভূমি) কে জানালে তিনি আন্তরিকতার সাথে ব্যবস্থা গ্রহন করবেন। উপজেলা ভূমি অফিসের সাথে সনাক এর এ্যাডভোকেসী কার্যক্রম চলমান। সভায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari