রাজবাড়ী সদর উপজেলা সুলতান পুর উচ্চ বিদ্যালয় ও সুলতান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন করা হয়। সোমবার বিকেলে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে হাজার অবিভাবকের উপস্থিতিতে এ অনুস্ঠানের আয়োজন করা হয়। মনোমুগ্ধকর পরিবেশ উভয় স্কুলের ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের উপর ডিসপ্লে প্রদর্শন করা হয়। সুলতান পুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জুলকর শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের জতীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি। তিনি ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অবিভাবক সহ অতিথিদের সামনে গান পরিবেশন করেন। বিশেষ অতিথি ছিলেন সুলতান পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান সচিব, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন, সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান রুমি মিয়া, সুলতান পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান চ্ন্নু মিয়া, সুলতান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন মৌসুম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুলতান পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন কুমার নাগ ও সুলতান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মিয়া।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari