রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিট এবং জেলার বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কার্যক্রম মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোরশেদা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। কমিটির অন্যান্য সদস্যসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। সভাসমূহে রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari