মানিকগঞ্জের নালী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত কাদের স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নালী বাজার সংলগ্ন ক্লাবের মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ও ভাড়ারিয়া প্রগতি সংঘ, মানিকগঞ্জ একে অপরের মুখোমুখি হয়। গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভাড়ারিয়া প্রগতি সংঘ, মানিকগঞ্জ প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৪.৫ ওভার সবকয়টি উইকেট হারিয়ে ৮৬ রান করতে সক্ষম হয়। ৮৭ রানের লক্ষমাত্রায় ব্যাট করতে নেমে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব, রাজবাড়ী ১৫ ওভার খেলে ২ উইকেট হাতে রেখেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের হৃদয় ব্যক্তিগত ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
ফাইনাল খেলায় নালী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. কাজী রোকন এর তত্ত্বাবধায়নে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আটলান্টিক এক্সপোর্ট ইনপোর্ট লিমিটেডের চেয়ারম্যান ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মো. নাসির উদ্দিন।
ফাইনাল খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়দের উৎসাহ দিতে এসময় মাঠে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম চানমিয়া, সহ- সভাপতি আরিফ হোসেন নারু, যুগ্ম-সাধরণ সম্পাদক মোহাম্মদ রাশেদ, ক্রীড়া সম্পাদক রেজাউল মুন্সী, দৌলতদিয়া শাখার সভাপতি মো. সুলতান ফকির, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari