দিনব্যাপী নানা আয়োজনে সমাজকর্মী মেজবাহ উল করিম রিন্টুর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী শহরের বড়পুল ঘরছাড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের সভাপতি ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, ফরিদপুর রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক আশরাফুল আজম শাকিল, বিশ্বভরা প্রাণ রাজবাড়ী শাখার সভাপতি আতাউর রহমান, সনাক সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ রঞ্জন, অ্যড. তসলিম আহমেদ তপন, আরডিএর সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, বর্ষণ দাস প্রমুখ।
বক্তারা বলেন, মেজবাহ উল করিম রিন্টু যেমন ছিলেন একজন প্রকৃতিপ্রেমী, সৃষ্টিশীল এবং প্রগতিশীল মানুষ। তেমনি মানবিক। রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে হাজার হাজার তালবীজ রোপণ করেছেন নিজ উদ্যোগে। শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছেন। প্রতি ঈদে হতদরিদ্র মানুষদের তিনি ঈদের খাদ্যসামগ্রী দিয়েছেন। অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠেছেন। তার মত নির্লোভ সাদা মনের মানুষ খুবই বিরল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সৌমিত্র শীল চন্দন। স্মরণসভা শেষে রিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে মেজবাহ উল করিম রিন্টুর কবরে পুষ্পামাল্য অর্পণ করা হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৪৫ বছরে মারা যান মেজবাহ উল করিম রিন্টু।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari