বালিয়াকান্দির গ্রাম পুলিশ রনজিৎ দে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ছাগল চুরি দেখে ফেলায় এবং পুলিশকে খবর দেওয়ার কথা জানানোয় তাকে শ^াসরোধে হত্যা করা হয়। - শুক্রবার রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।
গত ৬ জানুয়ারি তারিখে গ্রাম পুলিশ রনজিৎ দে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা মূলক ডিউটি করাকালে রাত অনুমান ৩টা থেকে ভোর ৫টার সময় অজ্ঞাতনামা আসামীরা রনজিৎ কে মাফলার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্কুলের পেছনে মেহগনি বাগানের মধ্যে টয়লেটের পাশে ফেলে রাখে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা করা হয়।
রহস্য উদঘাটনের জন্য বালিয়াকান্দি থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মামলাটির তদন্ত করে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার এর তত্ত্বাবধানে বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত মূল আসামী মুক্তার শেখ (২৮), পিতা-আজিদ শেখ, সাং-কাউকাঠি, থানা-মধুখালী, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে হত্যাকান্ডে সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে।
তার দেওয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি ছাগল উদ্ধার করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari