রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিদের অংশগ্রহণে "জয় বাংলা" ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। এতে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ৩২ টি দল দু গ্রুপে বিভক্ত হয়ে নক আউট পদ্ধতিতে অংশ নিচ্ছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ব্যাডমিন্টন মাঠে এ খেলা শুরু হয়। টুর্নামেন্টের আয়োজনে রয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, গোয়ালন্দ।
উদ্বোধনী খেলায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি'র সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র'র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মৃধা, ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কিয়াম শিকদার, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমুখ।
উদ্বোধনী খেলায় গোয়ালন্দ উপজেলা পরিষদ ২-১ সেটে পল্লী বিদ্যুৎ সমিতি, গোয়ালন্দ দলকে পরাজিত করে এবং ২য় খেলায় গোয়ালন্দ পৌরসভা ২-০ সেটে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ দলকে, ৩য় খেলায় গোয়ালন্দ ঘাট থানা ২-০ সেটে ইসলামি ফাউন্ডেশন দলকে, ৪র্থ খেলায় কৃষি অফিস ২-০ সেটে যুব উন্নয়ন অফিসকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। পরবর্তী খেলাগুলো ১২ ফেব্রুয়ারি সোমবার থেকে যথারীতি চলবে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, মাহফুজুর রহমান মিলন, মো. সাজ্জাদ হোসেন, সদস্য গোলাম মোস্তফা সোহাগ, মাসুদ মিয়া, মোয়াজ্জেম হোসেন, মো. রিয়াজ শেখ। ধারা বিবরণীতে ছিলেন মো. শফিক মন্ডল। উদ্বোধনী খেলায় চমৎকার খেলা প্রদর্শন করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোয়ালন্দ উপজেলা পরিষদ দলের অধিনায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari