রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের দুই দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক সুকুমার বিশ^াস ও শাহিন ফেরদৌসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা, রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. মনজুরুল হক। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন খেলাধুলা উপভোগ করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও স্কুলের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ অন্যান্য শিক্ষার্থীরা।
দ্বিতীয় দিনে নবীনবরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং শিক্ষকবৃন্দের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari