৬ ফেব্রুয়ারি রাজবাড়ীর বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে জামিন প্রাপ্ত হয়েছেন সাবেক এমপি ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ। উল্লেখ্য যে, গত বছরের ২ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রার সময় পুলিশের উপর হামলা এবং মারপিটের ঘটনার প্রেক্ষিতে ১২৩ জনের নাম উল্লেখ্য করে এবং ২২০০ জন কে অজ্ঞাতনামা আসামী করে পুলিশ বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা করে। সেই মামলায় গত অক্টোবরে সকল আসামীই হাইকোর্ট থেকে আগাম জামিন প্রাপ্ত হন। গত নভেম্বরে ধার্য্য তারিখে নিত্র আদালত উচ্চ আদালতের সেই জামিন বহাল রাখেন। গতকাল ৬ ফেব্রুয়ারি ধার্য্য তারিখে সকল আসামীসহ তিনি হাজিরা দেন। বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্্েরট আদালত উচ্চ আদালত থেকে তাদের প্রাপ্ত জামিন বহাল রাখেন। বিএনপি’র এই নেতার কোর্টে আগমনের খবর কোর্টে পৌঁছালে কোর্ট চত্তরে নেতাকর্মীদের ভীড় জমে যায়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari