রাজবাড়ী জেলার আলীপুরে কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস'র আয়োজনে এলাকার শিশু-কিশোর, নারী-পুরুষসহ কমিউনিটির স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে স্বাস্থ্য সচেতনতায় কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেস মিটিং অন ফাইন্ডিংস বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আলীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোঃ আজম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. মাহমুদ হাসান, রাজবাড়ী সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা ডাঃ নিয়ামত উল্লাহ্, আলীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এসএসিএমও ডাঃ এস এম গোলাম মোস্তফা, এফডব্লিউভি মিলি সুলতানা, এফপিআই মো. কাউসার মাহমুদ, এনসিটিএফ সভাপতি বাবলী আক্তার, ভলেন্টিয়ার বাদশা বেপারী প্রমুখসহ স্থানীয়র উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনায় ছিলেন কেকেএস ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পথিক পাল।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari