রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার সকালে রাজবাড়ী-১ আসনের জতীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি নিজস্ব উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন। রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডের এক হাজার শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয় । এসময় কাজী কেরামত আলী এমপি বলেন, আমি আজ এক হাজার কম্বল বিতরণ করছি। রাজবাড়ী পৌরসভার শীতার্ত মানুষের মাঝে আরও এক হাজার কম্বল বিতরন করা হবে। আপনারা আমাকে সহযোগিতা করবেন যাতে সঠিকভাবে প্রত্যেকটা উন্নয়ন কাজ সুন্দর ও সঠিকভাবে শেষ করতে পারি। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. উজির আলী শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম শফি প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari