২০২১-২২ অর্থ বছরে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষি প্রনোদনার আওতায় আউশের আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক ৮শ কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ বাহাউদ্দিন শেখ, সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোফাজ্জেল হোসন প্রমূখ।
সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ৮ শত কৃষকের মাঝে ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari