বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কের গাজের গাড়া খালের উপর সদ্য নির্মিত সেতুর নিচ থেকে রাতের আঁধারে মাটি উত্তোলনের সময় মোট পাঁচটি ট্রাক্টর ও ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান সঙ্গীয় ফৌর্স সহ গাজের গাড়া ব্রীজে উপস্থিত হন। এ সময় ব্রীজের নিচে একটি স্কাভেটর ও ৬টি মাটি বহন কাজে নিয়োজিত ট্রাক্টর দেখতে পান। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অ্যক্সকাভেটরের চালক ১টি ট্রাকটর নিয়ে পালিয়ে যায় । পরে ঘটনাস্থলে থাকা ট্রাক্টর ও ড্রাম ট্রাক জব্দ করে উপজেলা কোয়ার্টারে নিয়ে আসেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari