রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক ৪ অভিযানে ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার জেলহাজতে প্রেরন করা হয়েছে। রাজবাড়ী ডিবির ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টায় পাংশা উপজেলার মাছপাড়া ডন মোড় বাজারের আজমেরী ডেকোরেটরের সামনে থেকে ২ শ ২৫ পিছ ইয়াবাসহ ২ জন গ্রেফতার হয়। এরা হলো পাংশা উপজেলার বাহাদুর গ্রামের খয়বর মৃধার ছেলে মোঃ মেজর মৃধা ও কানুখালীর আলাউদ্দিন প্রামানিকের ছেলে মোঃ আছাদুজ্জামান প্রামানিক । ওইদিন বিকেলে বালিয়াকান্দি থানার ইসলামপুর ইউনিয়নের কৃষ্ণপুর (কাটাবাড়ীয়া) গ্রামের তৈয়ব শেখের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৫৫ পিছ ইয়াবা উদ্ধার হয়।ওই মাল বহনে জড়িত থাকায় ঘটনাস্থল থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বিল্লাল শেখ । সে কালুখালী উপজেলার মাঝবাড়ী (কাজীপাড়া) গ্রামের জলিল শেখের ছেলে। এছাড়া বিকেলে রাজবাড়ী সদরের ভবানীপুর গ্রামের আরমান আলীর ৩য় তলা বিল্ডিং এর নিচ তলা রুম থেকে ১০০ পিছ ইয়াবা উদ্ধার হয়। এসময় বালিয়াকান্দি উপজেলার কুরশী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আক্তার হোসেন, বাধুলী খালকুলা গ্রামের ছবদুল ওরফে শহিদুল শেখের ছেলে প্রিন্স সবুজ, কালুখালী উপজেলার কোমরপুর গ্রামের হানিফ আলীর ছেলে ইদ্রিস আলী গ্রেফতার হয়। বুধবার রাতে রাজবাড়ী সদর থানার খানখানাপুর ছোট ব্রীজ এলাকা থেকে ২শ পিছ ইয়াবাসহ ২ জন গ্রেফতার হয়। এরা হলো গোয়ালন্দ উপজেলার দরাপেডাঙ্গী সোহরাব শেখের ছেলে মোহাম্মদ আলী ও মান্নান দর্জির ছেলে ওবাইদুর রহমান ।এ অভিযানগুলো পরিচালনা করেন, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসান, এসআই মোহা: মোজাম্মেল হক, এএসআই মোঃ মফিজুল ইসলাম। এদিকে মাদকবিরোধী আন্দোলনের এক নেতা রয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে। তার নাম প্রিন্স সবুজ। জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি প্রিন্স সবুজের নেতৃত্বে জামালপুর বাজার এলাকায় মাদকবিরোধী সমাবেশ হয়। সমাবেশের ব্যানারে ‘মাদকমুক্ত সমাজ চাই, মাদক ধ্বংস করছে আমাদের সমাজকে, শিক্ষাঙ্গনকে’ এমন নানা স্লোগান লেখা ছিল। ব্যনারের নিচে লেখা ছিল গণসচেতনতায়: একেএম ফরিদ হোসেন বাবু, চেয়ারম্যান, জামালপুর ইউনিয়ন পরিষদ। তার পাশেই লেখা; প্রচারে প্রিন্স সবুজ। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari