রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মঙ্গলবার রাতে রাকিব শেখ নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় আরও একটি মামলা রয়েছে । সে উপজেলার কুমড়াকান্দি এলাকার বিপ্লবের ছেলে। একই দিন পুলিশ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়াভুক্ত আরো দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গ্রামের মসলেম শেখের জাহাঙ্গীর শেখ ও উপজেলার হোসেন মন্ডল পাড়ার লোকমান সরদারের ছেলে আলমাস সরদার।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ছিনতাইকারী রাকিবসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari