আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক ও মানিকগঞ্জের এমপি নাইমুর রহমান দুর্জয়। দুপুর বেলা ১টার দিকে প্রতিমন্ত্রী পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছান। এসময় গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি ও পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল উপস্থিত ছিলেন। তিনি ঘাট এলাকার ছয় নম্বর ফেরিঘাট ও স্পিডবোডে চড়ে লঞ্চ ঘাট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ঈদের আগে বিভিন্ন জেলা থেকে আসা ঘরমুখো মানুষ যারা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যাবহার করে প্রিয়জনের সাথে ঈদ করতে যাবে। তাদের ভোগান্তি কমাতে ফেরির সংখ্যা বাড়ানো হবে। তাছাড়া যেখানে নাব্যতা আছে সেখানে ড্রেজার দিয়ে চলাচলের উপযোগী করে তুলতে হবে যাতে নৌযান গুলোর চলাচলের সময় কম লাগে।
তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট ব্যবস্থাপনায় আমরা সন্তুষ্ট। আশা করি কোনো প্রকারের প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘেœ পারাপার করা যাবে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করে তিনি।
তিনি স্পিডবোট থেকে চারপাশ দেখলেও ভেঙে পড়া লঞ্চ ঘাট ও পুরাতন ফেরি সম্পর্কে কিছুই বলেননি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari