গোয়ালন্দ সান-শাইন কলেজিয়েট স্কুলের ১১ শিক্ষার্থী ও ভ্যান চালক দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে একটি লোকাল বাস বিদ্যালয়ের ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে মুচড়ে পরে যায়। গত সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। ভ্যানে থাকা শিশুদের কয়েকজন সামান্য আহত হয়েছে। এ ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়ে। সান-শাইন কলেজিয়েট স্কুলের ভ্যানে থাকা এক ছাত্র মো. নাফিজুর রহমান বলেন, বাসটি আমাদের স্কুল ভ্যানটিকে ওভারটেক করতে গেলে বাসের সামনে একটি মাইক্রোবাস চলে আসায় সেসময় কোন কিছু না বুঝার আগেই বাসটি আমাদের স্কুল ভ্যানটিকে চাপ দেয়। সে সময় স্কুল ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে সবার গার্ডিয়ান কে ফোন করে। গার্ডিয়ান এসে ছেলে মেয়েকে নিয়ে যায়। সান-শাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. নুরতাজ আলম রবিন বলেন, আল্লাহর রহমতে আজ অল্পের জন্য আমার ১১ জন ছাত্র-ছাত্রী দুর্ঘনার হাত থেকে প্রাণে বেঁচে গেলো। ঢাকা খুলনা মহাসড়কটিতে বড় গাড়িগুলো বেপরোয়াভাবে চলাচল করার কারণে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। বিশেষ করে এসব বড় গাড়ির চালকদের স্কুল ভ্যান গুলোর প্রতি সুনজর রাখা দরকার। তবে আমরা চিন্তা করছি স্কুল ভ্যান গুলো বাদ দিয়ে নতুন করে চার চাকার লেগুনা গাড়ি দিয়ে স্কুল ভ্যানে ছাত্র-ছাত্রী আনা-নেয়া করবো।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari