কাজের খোঁজে এসে মৃত্যুবরণ করেছেন আনুমানিক ৪৫ বছর বয়সী এক শ্রমিক। কিন্তু স্বজনের কোনো খোঁজ না পাওয়ায় তার লাশ পড়ে আছে মর্গের হিমঘরে। মৃত্যুর আগে তার নাম বাবলু, বাবার নাম আব্দুল কাদের এবং বাড়ি সিরাজগঞ্জ এটুকুই বলে যেতে পেরেছেন বলে জানা গেছে। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৬ এপ্রিল রাতে সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী এলাকার এক যুবক ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় নিয়ে আসে। ওই যুবক তাকে জানায়; লোকটি তার বাড়ির পাশে অচেতন অবস্থায় পড়েছিল। এরপর লোকটিকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে তার নাম, বাবার নাম ও জেলার নাম শুধু বলতে পেরেছিল। রোববার সকাল আটটার দিকে তার মৃত্যু হয়। স্বজনের খোঁজ না পাওয়ায় লাশটি রাজবাড়ী সদর হাসপাতাল মর্গের হিমঘরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে উত্তরবঙ্গ থেকে সে শ্রম বিক্রি করতে রাজবাড়ী এসেছিল। রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু কোনোভাবেই তাদের খুঁজে পাওয়া যায়নি। ফরিদপুরের পিবিআই সদস্যরা এসে আঙুলের ছাপ মিলিয়ে স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়। লাশটি এখন হিমঘরে আছে। স্বজনদের না পাওয়া গেলে আঞ্জুমান ই মফিদুলের মাধ্যমে দাফন করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari