রাজবাড়ীর পাংশায় আমেনা খাতুন নামে এক নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে ৭ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। বুধবার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন।
দন্ডিতরা হলেন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামের আনছার আলী দাই এর ছেলে রফিকুল ইসলাম, ওমর আলী প্রামানিক এর ছেলে রঞ্জু প্রামানিক, জসীম মন্ডল এর ছেলে মাসুদ রানা, মৃত গহর প্রামানিক এর ছেলে দেলোয়ার হোসেন, ছেকেন মন্ডল এর ছেলে হযরত আলী, গুলাই প্রামানিক এর স্ত্রী কুষ্টিয়া সদর থানার চর আমলা পাড়া এলাকার মোছা: জয়গুন ও হাবাসপুর জিয়েলগাড়ি এলাকার আফতাব উদ্দিনের ছেলে আশরাফ। রায়ের সময় আশরাফ ও রঞ্জু পলাতক ছিলেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে একটি ধানক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পাংশা থানা পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিলো। এর আগে ওই নারী ধর্ষণের শিকার হয়েছিলো।
ওই দিনই নিহতের পরিবারের পক্ষ থেকে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তের পর সাতজনকে আসামী করে প্রতিবেদন দাখিল করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari