ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী নামে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সংগঠনের আয়োজনে আগামী ১৫ই জুলাই ২০২৩, রোজ: শনিবার, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে ২য় ক্যারিয়ার ফেস্ট-২০২৩। যেখানে রাজবাড়ীর পাঁচ উপজেলার প্রাইমারি থেকে স্নাতক পড়ুয়া প্রায় ১২০০ শিক্ষার্থী ৩০ টি বিষয়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়াও রয়েছে ক্যারিয়ার সচেতনতা বিষয়ক বিভিন্ন সেশন। সেশন পরিচালনা করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম আজম, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, স্কয়ার ফুড এন্ড ফুড বেভারেজ এর অডিট অফিসার রাশেদুল ইসলাম এ সি এ সহ আরো বিশিষ্টজন। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার আসছেন উদ্বোধক হিসেবে। এছাড়াও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ সমাগত হবে উক্ত অনুষ্ঠানে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari