পাংশার বাবুপাড়ায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে রোকেয়া বেগম (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী।
মৃতের পুত্রবধূ তানজিনা আক্তার বলেন, আমার শাশুড়ি বেশ কিছু বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রবিবার বিকাল ৫ টার দিকে তার থাকার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
পাংশা মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. আকরাম হোসেন বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari