মারামারির ঘটনায় জড়িত না থেকেও অভিযুক্ত হওয়ায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বালিয়াকান্দির এক পাট ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর নাম আলী নূর হোসেন। সে বালিয়াকান্দির বড়হিজলী গ্রামের ওমর আলী মন্ডলের পুত্র। মসোমবার নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি জানান, ৮ জুলাই সকালে তিনি কালুখালীর সালেহা সামাদ হাসপাতালে চিকিৎসা নিতে যান। এসময় বালিয়াকান্দির বেরুলী বাজারে আকিদুল ইসলামের সাথে পেয়াজ বেঁচাকেনাকে করে মামুন ও মানিকের মারামারি হয়।
ব্যবসায়ীর আলী নূর হোসেন জানান, ঘটনার সময় আমি ঘটনাস্থলে না থাকলেও থানায় দায়েরকৃত অভিযোগে আমাকে আসামী বানানো হয়েছে। যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েব পোর্টালে প্রকাশ করা হয়েছে। তিনি সংবাদ সম্মেলনে এহেন কাজের নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari