রাজবাড়ীতে 'মানব জীবনে গীতা শিক্ষার গুরুত্ব' বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রাজবাড়ী শাখার আয়োজনে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভারতের মায়াপুর শ্রীধামের শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক ও ইসকন স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, যুগ্ম সম্পাদক শ্রীপাদ জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আজম আলী মন্ডল।
বক্তারা বলেন, মানব জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য ভগবদ গীতার শিক্ষা অপরিসীম। গীতা সনাতনী সমাজের দলিল স্বরূপ, যার মাধ্যমে এই সম্প্রদায় পরিচালিত হতে পারে। গীতা কেবলমাত্র ধর্মগ্রন্থ নয়, এটি সর্বশাস্ত্রময়ী উদার মানবতার জয়গানে মুখরিত মানববিজ্ঞান। নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মানুশীলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় গীতার আদর্শ অনুসরণের বিকল্প নেই।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari