রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল কিনে না দেওয়ার অভিমানে বিষপানে নয়ন (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত নয়ন গোয়ালন্দ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কৃষক ওয়ালির ছেলে।
শনিবার রাতে বিষ পান করলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর রাত বারোটার দিকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নয়নের খালু মো. নুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত নয়ন ও তার ভাই সজিব ঢাকার আশুলিয়া অঞ্চলে একটি ইলেকট্রনিক মেকানিক কারখানায় কাজ করতো। দীর্ঘদিন শিক্ষানবিশ থাকার পর গত মাস থেকে তার বেতন চালু হয়। এবার ঈদুল আযহায় বাড়ি আসার পর থেকেই সে বাবা-মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে। এর জন্য সে কয়েকদিন খাওয়া-দাওয়াও বন্ধ করে দেয়। অবশেষে বিষ পানে আত্মহত্যা করে।
গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর ফজলুল হক জানান, মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোর নয়ন বিষপান করে আত্মহত্যা করে বলে জেনেছি। তার বাবা দরিদ্র কৃষক হলেও সে পরে কিনে দিতে চান। কিন্তু অবুঝ ছেলে তা শোনেনি। এরপর সে অভিমান করে বিষপান করে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari